তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে বিআইজিএফ ও আইসকবিডির কৌশলগত অংশীদারিত্ব
তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন এবং ইন্টারনেট গভর্নেন্স শক্তিশালী করতে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (বিআইজিএফ) ও ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার (আইসকবিডি)।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিআইজিএফ-এর পক্ষে চেয়ারপারসন মোহাম্মদ আমিনুল হাকিম এবং আইসকবিডির পক্ষে সভাপতি ড. মো. নাদীর বিন আলী চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরও ছিলেন বিআইজিএফ-এর ভাইস চেয়ারপারসন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান ও মহাসচিব মোহাম্মদ আব্দুল হক অনু এবং আইসকবিডির সাধারণ সম্পাদক মো. বরকতুল আলমসিহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।
চুক্তির আওতায় বিআইজিএফ এবং আইসকবিডি বাংলাদেশে ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (আইজিএফ) কার্যক্রম, ডিজিটাল রূপান্তর, অন্তর্ভুক্তি এবং স্থায়িত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ ডিজিটাল উন্নয়ন ও ইকোসিস্টেম গঠনসহ বেশ কিছু কাজ যৌথভাবে করবে। অন্যগুলো হচ্ছে, ইন্টারনেট বিভাজন রোধে কার্যকর ইন্টারনেট গভর্নেন্স নিশ্চিত, ডাটা সুরক্ষা, ডাটা শেয়ারিং ও গোপনীয়তা সংক্রান্ত নীতিমালা শক্তিশালী করা, উদ্ভাবন, ওপেন ডাটা, বিগ ডাটা ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের প্রচার, ডিজিটাল ক্ষেত্রে মানবাধিকার সংরক্ষণ এবং বৈষম্য ও ভুল তথ্য রোধে ডিজিটাল নিরাপত্তা জোরদার করা।
এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তাসহ উদীয়মান প্রযুক্তির দায়িত্বশীল নিয়ন্ত্রণ নিশ্চিত, ডিজিটাল কমন্সকে বৈশ্বিক জনস্বার্থে রূপান্তর, ইউএন-এর ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি (ডাব্লিউএসআইএস) অ্যাকশন লাইন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্টসহ জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন কার্যক্রমেও যৌথভাবে অবদান রাখবে প্রতিষ্ঠান দুটি।
চুক্তির কার্যকর বাস্তবায়ন নিশ্চিতে উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হবে।
উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা অনুষ্ঠানে জানান, বিআইজিএফ ও আইসকবিডির মধ্যে এই কৌশলগত অংশীদারিত্ব বাংলাদেশের ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত এবং দায়িত্বশীল ইন্টারনেট গভর্নেন্স নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা যৌথভাবে কাজ করে আরও অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে