Views Bangladesh Logo

আন্দোলন খুব পরিকল্পিত ছিল, কিছুই হঠাৎ হয়নি: ড. ইউনূস

 VB  Desk

ভিবি ডেস্ক

সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়। আর এই আন্দোলন প্রসঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুস বলেন, এ আন্দোলন খুব পরিকল্পিতভাবে (অগোছালো নয়) চালিয়ে নেওয়া হয়েছে। কিছুই হঠাৎ হয়নি।

জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মঙ্গলবার নিউইয়র্কে দেশটির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রতিষ্ঠান ‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ’র একটি আয়োজনে অংশ নেন প্রধান উপদেষ্টা। সেখানেই তিনি এ কথা বলেন।

এ সময় ছাত্র আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে নিজের বিশেষ সহকারী মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুস।

এরপর মাহফুজসহ তাঁর তিন সফরসঙ্গীদেরও পরিচয় করিয়ে দেন তিনি।

মাহফুজের নেতৃত্বের প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, ‘গণ-অভ্যুত্থানের পেছনের কারিগর মাহফুজ। যদিও মাহফুজ সব সময় বলে, সে একা নয়, আরও অনেকে আছে। যদিও সে গণ-অভ্যুত্থানের পেছনের কারিগর হিসেবে পরিচিত।’

ড. ইউনূস আরও বলেন, ‘এটি (ছাত্র আন্দোলন) খুব গোছানো ছিল। এমনকি লোকজন জানতেন না, কারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। তাই, আপনি একজনকে ধরে ফেলে বলতে পারবেন না, ঠিক আছে, আন্দোলন শেষ। তাঁরা যেভাবে কথা বলেছেন, তা সারা বিশ্বের তরুণদের অনুপ্রেরণা জোগাবে।’

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত সকলকে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে এই তরুণ নেতাদের সমর্থন করার আহ্বান জানান এই নোবেলবিজয়ী। সেই সঙ্গে তাদের সাফল্যের জন্য প্রার্থনারও আহ্বান জানান।

অবশেষে সাবেক মার্কিন প্রেসিডেন্টে বিল ক্লিনটনসহ শ্রোতাদের করতালির মধ্য দিয়ে ভাষণ শেষ করেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ