মুক্তির ৮ দিন পর দুবাই বন্দরে পৌঁছাল এমভি আব্দুল্লাহ
সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্ত বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পৌঁছেছে।
রোববার (২১ এপ্রিল) বিকালে জাহাজটি আল-হামরিয়া বন্দরে পৌঁছে বলে জানিয়েছেন এর মালিক প্রতিষ্ঠান কবির গ্রুপের মিডিয়া ফোকাল পার্সন মিজানুল ইসলাম।
তিনি বলেন, “বাংলাদেশ সময় বিকাল ৪টার একটু পরে আল-হামরিয়া বন্দরের বহির্নোঙরে জাহাজটি নোঙর করেছে। বন্দরে ভেড়ার জন্য সেটি অপেক্ষায় আছে।”
জাহাজ পর্যবেক্ষণকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিক ডটকমও জানিয়েছে, জাহাজটি বন্দরে প্রবেশের জন্য অপেক্ষায় আছে।
গত ১২ মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাবার পথে সোমালিয়া উপকূল থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। অস্ত্রের মুখে জাহাজ ও এর ২৩ নাবিককে জিম্মি করা হয় বলে জানায় মালিকপক্ষ।
এর ৩৩ দিন পর ১৩ এপ্রিল জাহাজ মালিকপক্ষের কাছ থেকে মুক্তিপণ পেয়ে জলদস্যুরা জাহাজ ছেড়ে চলে যায় বলে জানা গেছে। এরপর জাহাজটি দুবাইয়ের আল-হামরিয়া বন্দরের উদ্দেশে রওনা হয়। সোমালি উপকূল পেরিয়ে এডেন উপসাগর হয়ে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে এমভি আবদুল্লাহ। মুক্তির পর আট দিন ধরে প্রায় ৪৮০ নটিক্যাল মাইল উচ্চ ঝুঁকির এলাকা পার হতে হয়েছে জাহাজটিকে।
জাহাজে থাকা কয়লা খালাস করে সেটিতে করে দেশের উদ্দেশে রওনা হবেন ২১ নাবিক। বাকি দুই নাবিক উড়োজাহাজে করে দেশে ফিরবেন বলে জানান কবির গ্রুপের কর্মকর্তা মিজানুল ইসলাম।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে