ফ্রেঞ্চ ওপেন থেকে নাদালের বিদায়
ফরাসি ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ক্লে কোর্ট টেনিসের অপ্রতিদ্বন্দ্বী চ্যাম্পিয়ন হিসেবে ব্যাপকভাবে প্রশংসিত রাফায়েল নাদাল। গতকাল সোমবার (২৭ মে) আলেকজান্ডার জাভেরেভের কাছে ৬-৩, ৭-৬, ৬-৩ সেটে পরাজিত হন তিনি।
চোটের কারণে বেশ কিছুদিন ধরেই কোর্টের বাইরে রয়েছেন নাদাল। প্যারিসে আসার আগে বেশ কয়েকটি টুর্নামেন্টে অংশ নেন তিনি। সেখানে তিনি ফর্মহীনতায় ভুগছিলেন।
৩৭ বছর বয়সী এই টেনিস তারকা প্যারিসের রেড ফোর্টে ১৪ বার চ্যাম্পিয়ন হন। এছাড়াও, রোল্যান্ড গ্যারোসে ১১৬ ম্যাচের মধ্যে হেরেছেন মাত্র চারটিতে।
গতকালের ম্যাচটি হারার পর প্রশ্ন ওঠে এটাই কি তাহলে টেনিসের অবিসংবাদিত রাজার শেষ?
টুর্নামেন্টের শুরুর আগেও তিনি এ ব্যাপারে শতভাগ নিশ্চয়তা দেননি। তবে আগেই ইঙ্গিত দিয়েছেন চলতি মৌসুম শেষে প্রতিযোগিতামূলক টেনিসকে বিদায় জানাতে পারেন তিনি ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে