Views Bangladesh Logo

অপহৃতদের তালিকা না দেয়া পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি শুরু না করার নির্দেশ নেতানিয়াহুর

গাজায় যুদ্ধবিরতি চুক্তি শুরু না করার জন্য ইসরায়েলের সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গাজার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে এটি কার্যকর হওয়ার কথা ছিল।

রোববার নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানায়, প্রধানমন্ত্রী আইডিএফকে নির্দেশ দিয়েছেন যে সকাল সাড়ে ৮টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও যতক্ষণ না ইসরায়েলের কাছে মুক্তিপ্রাপ্ত অপহৃতদের তালিকা না দেয়া হবে।

যদিও অপহৃতদের তালিকা সরবরাহ করার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে হামাস।

এর পরপরই এক বিবৃতিতে অপহৃতদের নামগুলো হস্তান্তর করতে বিলম্ব হওয়ার জন্য ‘প্রযুক্তিগত কারণ’কে দায়ী করে হামাস। বিবৃতিতে আরও বলা হয়, তারা গত সপ্তাহে ঘোষিত যুদ্ধবিরতি চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ আছে।

এর আগে এক ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছিলেন, গাজায় যুদ্ধ পুনরায় শুরু করার অধিকার ইসরায়েলের রয়েছে এবং যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ফলপ্রসূ না হলে তাতে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে।  এই বক্তব্যের কয়েক ঘণ্টা পরই সর্বশেষ এই ঘটনাটি ঘটল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ