ইউএইচসি ফোরাম শিরোনামে নতুন প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ
বাংলাদেশে মানসম্মত ও ব্যয়সাধ্য সার্বজনীন স্বাস্থ্যসেবা তথা এসডিজির অন্যতম লক্ষ্য ইউএইচসি অর্জন ত্বরান্বিত করার লক্ষ্যে ইউএইচসি ফোরাম শিরোনামে একটি প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ হয়েছে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে স্বাস্থ্যখাতের নানা অংশীজনের উপস্থিতিতে প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশ ঘটে।
গবেষণা সংস্থা পিপিআরসি আয়োজিত এই পাবলিক ডায়ালগে, প্ল্যাটফর্মের আহ্বায়ক হোসেন জিল্লুর রহমান ও প্যানেলিস্টস ডঃ আমিনুল হাসান, কোয়ালিটি কেয়ার কনসার্ন, প্রফেসর সৈয়দ আব্দুল হামিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রফেসর এম এ ফয়েজ, স্বাস্থ্য পরিষেবার প্রাক্তন মহাপরিচালক, এ এম এম নাসির উদ্দিন, স্বাস্থ্য মন্ত্রণালয়, অধ্যাপক ডাঃ লিয়াকত আলী, পথিক্রিট ইনস্টিটিউট অব হেলথ স্টাডিজ, ডাঃ আবু জামিল ফয়সাল, পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন, ড. রুমানা হক, আর্ক ফাউন্ডেশন, অধ্যাপক খন্দকার এ. মামুন, সিএমইডি, স্বাস্থ্য প্ল্যাটফর্ম গঠনের প্রেক্ষাপট, উদ্দেশ্য, কর্মসূচী ও প্রাতিষ্ঠানিক কৌশল তুলে ধরেন।
প্ল্যাটফর্মের আত্মপ্রকাশের পাশাপাশি পাবলিক ডায়ালগের লক্ষ্য ছিল, এই নতুন উদ্যোগের মূলনীতি নিয়ে আলোচনা করা, বিভিন্ন স্টেকহোল্ডারদের দৃষ্টিভঙ্গি সংগ্রহ করা: সরকারি কর্মকর্তা, নীতি-নির্ধারক, সুশীল সমাজের প্রতিনিধি, বেসরকারি সংস্থা এবং অন্যান্যদের মতামত শোনা। ইউএইচসি বাস্তবায়নের জন্য একটি অপারেশনাল পরিকল্পনা উপস্থাপন করা: স্বাস্থ্যসেবা সবার নাগালের মধ্যে আনতে কীভাবে কাজ করা হবে, সে সম্পর্কে একটি সম্ভাব্য রূপরেখা চিহ্নিত করা।
সমাপনী বক্তব্যে ফোরাম আহ্বায়ক ও পিপিআরসি চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান তিনটি অগ্রাধিকার কর্ম পরিকল্পনা তুলে ধরেন।
প্রথমত, ইউএইচসি অর্জনে বাস্তব অগ্রগতি পর্যালোচনা। দ্বিতীয়ত, স্বাস্থ্যসংক্রান্ত সংস্কার কর্মসূচীতে গতি ও বেগ আনার জন্য রাজনৈতিক বুদ্ধিমত্তাদীপ্ত কৌশল প্রণয়ন ও নীতি নির্ধারকদের সাথে ফলপ্রসূ মত বিনিময়।
তৃতীয়ত, স্বাস্থ্যসম্মত জীবন প্রণালী ও স্বাস্থ্য স্বাক্ষরতা বিস্তারে সর্বস্তরের জনসাধারন বিশেষ করে তৃণমূল মফস্বল, স্কুল পর্যায়ে কার্যকর সামাজিক আন্দোলন। আসন্ন রমজানের আগেই স্বাস্থ্যমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রীর সাথে সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে মত বিনিময়ের জোরালো প্রচেষ্টা করা হবেও উল্লেখ করেন।
এছাড়া জরুরি ভিত্তিতে স্বাস্থ্যখাতের ক্রমবর্ধমান ব্যক্তি খাতের সাথেও মত বিনিময়ের পরিকল্পনাও উল্লেখ করেন।
ফোরামের সমন্বয়ে থাকবে হোসেন জিল্লুর রহমানের নেতৃত্বে কোর স্টিয়ারিং গ্রুপ। উৎসাহী ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য ফোরামের সদস্যপদ উন্মুক্ত থাকবে। পিপিআরসি ফোরামের সচিবালয় হিসেবে কাজ করবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে