সিলেটে এবার পূজামণ্ডপের সংখ্যা কমেছে ৪১টি
সিলেটে এবার পূজা মণ্ডপের সংখ্যা কমেছে ৪১টি। গত বছর সিলেট জেলায় ৪৬৬টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হলেও এবার পূজা হচ্ছে ৪২৬ টিতে। তবে মহানগরে বেড়েছে ২টি। গত বছর মহানগর এলাকায় পূজা অনুষ্ঠিত হয় ১৫১টি মণ্ডপে। তবে এবার দুটি বেড়ে পূজা হচ্ছে ১৫৩টিতে।
গত বুধবার সন্ধ্যায় মহাষষ্টীর মধ্য দিয়ে ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব শুরু হচ্ছে। এদিকে দুর্গাপূজা নির্বিঘ্নে পালনের লক্ষ্যে সিলেট জেলা ও মহানগরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকল প্রস্তুতি সম্পন্ন করে মন্দির এলাকার সর্বত্রই সাজসাজ রব বিরাজ করছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা সূত্রে জানা গেছে, সিলেট জেলায় ৪৪০টি পূজামণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি চলছে। তার মধ্যে সার্বজনীন ৪০৮টি ও পারিবারিক ৩২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আর সিলেট মহানগর এলাকায় চলছে ১৫৩টি মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি। তার মধ্যে সার্বজনীন ১৩৬টি ও পারিবারিক ১৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
সংগঠনটির সূত্র অনুযায়ী গত বছর সিলেট মহানগর ও জেলায় ৬১৭টি মণ্ডপে সার্বজনীন ৫৬৯টি এবং পারিবারিকভাবে ৪৮টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়। মহানগরীতে ১৫১টি পূজার মধ্যে সার্বজনীন ছিল ১৩৪টি ও পারিবারিক ১৭টি। জেলায় ৪৬৬টি পূজার মধ্যে সার্বজনীন ছিল ৪৩৫টি ও পারিবারিক ৩১টি।
নগরীর ৬টি থানা এলাকায় এবার মোট ১৫১টি পূজামণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। কোতোয়ালি থানা এলাকায় ৩৯টি, জালালাবাদ থানা এলাকায় ১৮টি, এয়ারপোর্ট থানা এলাকায় ৩৮টি, শাহপরাণ থানা এলাকায় ২৩টি, দক্ষিণ সুরমা থানা এলাকায় ১৫টি ও মোগলাবাজার থানা এলাকায় ১৮টি।
ইতোমধ্যে মণ্ডপ ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার জোর প্রস্তুতি শুরু করেছে পুলিশ। পূজা চলাকালীন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাশ বলেন, সিলেটে আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমরা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের আশা করছি। এখনো কোথাও কোনো সমস্যা হয়নি আর হবে বলেও মনে হয় না। পুলিশ, সেনাবাহিনী, র্যাব সর্বদা টহল দিচ্ছে। আমরা আশা করছি, প্রতি বছরের মতো এবারও দুর্গাপূজা আমরা সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারব। প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে।
সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. রেজাউল করিম বলেন, দুর্গাপূজা উপলক্ষে আমাদের ৬ স্তরের নিরাপত্তা বাহিনী প্রস্তুত রয়েছে। সাদা পোশাকে, স্ট্রাইকিং ফোর্স, রিজার্ভ ফোর্স, কুইক রেসপন্স টিম থাকবে। আমরা আশা করি, সুন্দরভাবে এখানে পূজা উপযাপন করা যাবে। আমরা সার্বক্ষণিক নিরাপত্তা দিয়ে যাচ্ছি। নিরাপত্তার ঝুঁকিতে কোনো মন্দির নেই সিলেটে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে