উপজেলা পরিষদ নির্বাচন: রুবেলকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন লুৎফুল হাবিব রুবেল। তবে তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অপহরণ ও মারধরের অভিযোগ ওঠায় তাকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
জান্নাতুল ফেরদৌস বলেন, ‘প্রতিমন্ত্রী মহোদয় সকালে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে প্রার্থী দেলোয়ার হোসেনকে দেখতে যাওয়ার সময় লুৎফুল হাবিব রুবেলকে মোবাইল ফোনে সিংড়া উপজেলা পরিষদ নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দেন।’
জানা গেছে, লুৎফুল হাবিব রুবেল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও তথ্য প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালক। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তার অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু নির্বাচনের আগে গত সোমবার বিকালে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে থেকে চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেনকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় একদল লোক। কয়েক ঘণ্টা পরে তাকে তার বাড়ির সামনে ফেলে যায় তারা। এ ঘটনায় দেলোয়ারের পরিবার রুবেলের বিরুদ্ধে অভিযোগ আনলেও তিনি তা অস্বীকার করেন।
এ নিয়ে চলা আলোচনা-সমালোচনার মধ্যে শুক্রবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দেলোয়ার হোসেনকে দেখতে যান প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, “এ ঘটনায় আমি লজ্জিত, দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। প্রধানমন্ত্রী এ ঘটনার খোঁজ-খবর রাখছেন। এ ঘটনায় যারা জড়িত, তাদের সুষ্ঠু বিচার হবে। কেউ ছাড়া পাবে না।”
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে