এফএ কাপে লিভারপুলকে বিদায় করে দিয়ে প্লাইমাউথের চমক
বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে লিভারপুল। উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্বটাও পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শেষ করেছে তারা। যারা ইউরোপের টপ ফ্লাইটের ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে, সেই দলটি কি না ইংলিশ ফুটবলে দ্বিতীয় স্তর টুর্নামেন্ট চ্যাম্পিয়নশিপে অবনমন ঠেকানোর সংগ্রাম করা দলের কাছে হেরে গেছে! এফএ কাপের ম্যাচে রীতিমতো চমক দিল প্লেমাউথ আর্গাইল। এই খর্বশক্তির দলটি ১-০ গোলে হারিয়েছে লিভারপুলকে। পেনাল্টি থেকে গোল করে প্লেমাউথকে এগিয়ে দেন রায়ান হার্ডি। এই গোলটিই লিভারপুলকে এফএ কাপ থেকে বিদায় করে দিয়েছে।
চ্যাম্পিয়নশিপের ২৪তম দল প্লেমাউথ। রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে তারা নিজেদের ঘরের মাঠ হোম পার্কে চতুর্থ রাউন্ডের ম্যাচে লিভারপুলের বিপক্ষে ৫৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল পায় প্লেমাউথ। অবশ্য এ ম্যাচে দ্বিতীয় সারির দল খেলায় লিভারপুল। দলটি গোল হজমের পর চেষ্টার পর চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি। প্লেমাউথ গোলরক্ষক কনর হ্যাজার্ড যেন প্রাচীর হয়েই রুখে দিয়েছেন একের পর এক আক্রমণ। শেষ দিকে তার দুটি দারুণ সেভ লিভারপুলকে গোল বঞ্চিত করে।
এ জয়ের পর ভাষাই হারিয়ে ফেলেছেন প্লেমাউথের কোচ মিরন মুসলিক। শরণার্থী থেকে কোচ হওয়া মুসলিক জানান, ‘এটা আমাদের জন্য অনেক বড় দিন। আমি ভাষাহীন। এই দিনটির জন্য আমরা গর্বিত।’
এক সময় বসনিয়ার বাসিন্দা ছিলেন মুসলিক। ১৯৯২ সালে তার পরিবার বসনিয়া ছাড়তে বাধ্য হয়। ৯ বছর বয়সে বাড়ি ছাড়া মুসলিক এখন ইংলিশ ফুটবল দলের কোচ। এবার সেরা সাফল্য দেখাল তার দল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে