Views Bangladesh

Views Bangladesh Logo

কোটা আন্দোলন: নিহতদের পরিবারের আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক এর সাথে একান্ত সাক্ষাৎকার

রবিবার, ২৮ জুলাই ২০২৪

বৈষম্যবিরোধী কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনের সময় সহিংসতায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে এ ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

রবিবার (২৮ জুলাই) গণভবনে আসেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারসহ আরও ৩৩টি শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা। এ সময় শোকসন্তপ্ত পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা ও সঞ্চয়পত্র তুলে দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কান্নায় ভেঙে পড়েন নিহতদের পরিবারের সদস্যরা। তাদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রীও আবেগাপ্লুত হয়ে পড়েন।

নিহতদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেয়ার চেষ্টা করে শেখ হাসিনা বলেন, 'আমি আপনাদের কষ্ট বুঝতে পারছি। আপনাদের চোখের জল আমাকে দেখতে হচ্ছে এটা আমার দুঃখ।’

সরকার প্রধান বলেন, আপনাদের মতো কাছের মানুষ হারানোর বেদনা তিনিও বহন করছেন।

তিনি আরও বলেন, ‘সুতরাং, আমি আপনাদের ব্যথা বুঝতে পারছি।’

এ সাক্ষাতের সময় আরও ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ