কবি জাহিদুল হক আর নেই
কবি জাহিদুল হক মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কবির ভগ্নিপতি কাজী জাহিদ হাসান মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ‘১ জানুয়ারি জাহিদুল হক অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। তিনি স্ট্রোক করেন বলে জানান চিকিৎসক।’
তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে রাখার পর তাকে ঢাকা মিডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হয়ে আজ দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি মারা যান।’
উল্লেখ্য, কালজয়ী গান ‘আমার এ দুটি চোখ পাথর তো নয়, তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়’-এর গীতিকবি তিনি। চট্টগ্রামের নগেন্দ্র্রচন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৩ সালে তিনি মাধ্যমিক পাস করেন। এরপর ১৯৬৬ সালে ফেনী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৯ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
জাহিদুল হক বাংলা একাডেমির একজন ফেলো ও রেডিও ডয়েচে ভেলের সিনিয়র এডিটর ও ব্রডকাস্টার হিসেবে কাজ করেছেন। দৈনিক সংবাদের সিনিয়র সহকারী সম্পাদক ছিলেন। বাংলাদেশ বেতারে তিনি উপমহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
জাহিদুল হকের কবিতা, উপন্যাস, ছোট গল্প ও গান মিলিয়ে প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৮। তার প্রথম কবিতার বই প্রকাশ হয় ১৯৮২ সালে ‘পকেট ভর্তি মেঘ’ শিরোনামে। এ ছাড়া তার উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে–তোমার হোমার, নীল দূতাবাস এবং এ উৎসবে আমি একা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে