Views Bangladesh

Views Bangladesh Logo

মধুসূদন পদক পাচ্ছেন কবি সুহিতা সুলতানা

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪

বছর মহাকবি মাইকেল মধুসূদন পদক পাচ্ছেন কবি সুহিতা সুলতানা। তার ‘শ্রেষ্ঠ কবিতা’ গ্রন্থের জন্য সৃজনশীল সাহিত্য (কবিতা) ক্যাটাগরিতে তিনি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে আয়োজিত মধুমেলা প্রাঙ্গণের মধুমঞ্চে আনুষ্ঠানিকভাবে তাকে এ পদক তুলে দেওয়া হবে।

মহাকবি মধুসূদন পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।

মহাকবি মাইকেল মধুসূদনের জন্মদিনে প্রতি বছর সৃজনশীল সাহিত্য ও গবেষণাকর্মে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন এমন গুণীজনদের সম্মানজনক এ পুরস্কার প্রদান করা হয়।

কবি সুহিতা সুলতানার জন্ম ১৯৬৫ সালের ১৯ সেপ্টেম্বর যশোরে। তিনি শেখ বোরহান উদ্দিন আহমেদ ও সৈয়দ রেবেকা সুলতানার দ্বিতীয় সন্তান। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক-স্নাতকোত্তর করেছেন। বর্তমানে জাতীয় গ্রন্থকেন্দ্রের কর্মকর্তা হিসেবে গ্রন্থোন্নয়ন সম্পর্কিত গবেষণাধর্মী বিভিন্ন উল্লেখযোগ্য কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত।

২০০৯ সালে তার ভাই কবি রেজাউদ্দিন স্টালিন মহাকবি মাইকেল মধুসূদন পদক পেয়েছিলেন। একই পরিবারের দুই গুণী এই পদক অর্জন করলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ