Views Bangladesh

Views Bangladesh Logo

বিদ্যুতের দাম বৃদ্ধিতে কৃষকদের ওপর প্রভাব পড়বে না: খাদ্যমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪

বিদ্যুতের দাম বৃদ্ধিতে কৃষকদের ওপর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি আরও বলেন, ‘সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার–বীজ বিতরণ করছে। ভর্তুকি মূল্যেই জমিতে বিদ্যুতের সেচ সুবিধা দেওয়া হয়। ফলে বিদ্যুতের দাম বৃদ্ধিতে কোনো প্রভাব পড়বে না।’

বৃহস্পতিবার (৭ মার্চ) নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় মিল মালিকদের উদ্দেশ্যে সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘এক লাইসেন্সে সব ব্যবসা করতে হবে। ভিন্ন ভিন্ন লাইসেন্সে কোনো ব্যবসা করা যাবে না। ধান–চাল কেনার ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে। খাদ্য বান্ধব ডিজিটাল কার্ড দেওয়া হয়েছে। ওএমএস-এ ডিজিটাল করা হচ্ছে। খুব তাড়াতাড়ি এর উদ্বোধন করা হবে।’

এ ছাড়াও দেশে খাদ্যের কোনো অভাব নেই উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, ‘এই নিয়ে দুশ্চিন্তা করার কারণ নেই। প্রাকৃতিক দুর্যোগের দিকে লক্ষ্য রেখে বাজেটে গম কেনার যে কথা ছিল, এরইমধ্যে সাত দিন আগেই সাড়ে ৩ লাখ মেট্রিক টন গম কেনা হয়েছে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ