Views Bangladesh Logo

কারাগারের হাজতির মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

ওগাঁয় জেলা কারাগারের হাজতি সামিরুল সরদার (২২) মারা গেছেন। সোমবার ভোরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সামিরুল সরদার নাটোর জেলার সিংড়া উপজেলার তেমুখ সাপুরাপাড়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।

হাজতির মৃত্যুর বিষয়ে নওগাঁ জেলা কারাগারের জেল সুপার মো: নজরুল ইসলাম জানান, 'চলতি বছরের ২৭ ফেব্রুয়ারিতে সান্তাহার রেলওয়ে থানার মাদক মামলায় কারাগারে আসে সামিরুল সরদার। এরপর আজ সোমবার ভোরে হঠাৎ অসুস্থতা বোধ করলে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরেই তাঁর মৃত্যু হয়।'

হাজতির মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান এই জেল সুপার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ