Views Bangladesh

Views Bangladesh Logo

৪ ও ৫ মে দেশজুড়ে বৃষ্টির আভাস

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

লমান তীব্র তাপপ্রবাহের মধ্যে আগামী ৪ ও ৫ মে দেশজুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম।

তিনি বলেন, এই তাপপ্রবাহের মধ্যে দেশের দু-এক স্থানে কিন্তু বৃষ্টি হচ্ছে। এখন এর পরিধি বাড়বে ধীরে ধীরে।

সকালে আবহাওয়া অধিদপ্তরের দেয়া সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, এই তাপপ্রবাহের মধ্যেই আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর বৃহস্পতিবার এই দুই বিভাগের সঙ্গে ঢাকা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি হতে পারে। তবে ৪ থেকে ৫ মে দেশের বড় অংশজুড়ে বৃষ্টি হতে পারে।

এতে আরও বলা হয়, যশোর, চুয়াডাঙ্গা, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে তীব্র অতি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া ঢাকা বিভাগ এবং রাজশাহী ও খুলনা বিভাগের বাকি এলাকাগুলো দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আজও চলবে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ৭৬ বছরের ইতিহাসে চলতি এপ্রিল মাসে সবচেয়ে বেশি সময় ধরে তাপপ্রবাহ ছিল।

এ প্রসঙ্গে অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. উমর ফারুক বলেন, ‘১৯৪৮ সাল থেকে উপাত্ত বিশ্লেষণ করে দেখেছি, এবারের মতো টানা তাপপ্রবাহ আগে হয়নি। এবার ৭৬ বছরের রেকর্ড এবার ভেঙে গেল।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ