Views Bangladesh

Views Bangladesh Logo

৭ জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

 VB  Desk

ভিবি ডেস্ক

শনিবার, ৩০ মার্চ ২০২৪

দেশের ৭ জেলায় আজ শনিবার বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটিতে এসব জেলার নদী বন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতেও বলেছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত এক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, নোয়াখালী, কুমিল্লা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে আজ বেলা ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, এসব অঞ্চলের উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। পাশাপাশি এসব এলাকার নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যান্য এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। এ অবস্থা আরও ১ থেকে ২ দিন অব্যাহত থাকতে পারে। এরপর তাপমাত্রা বাড়বে শুরু করতে পারে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ