Views Bangladesh Logo

বেইজমেন্টে ‘নবাবী ভোজ’, বন্ধ করল রাজউক

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজের ভয়াবহ অগ্নিকাণ্ডের চারদিন পর ওই এলাকায় বিভিন্ন আবাসিক ভবনে গড়ে ওঠা রেস্তোরাঁয় অভিযান শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক।

মঙ্গলবার (৫ মার্চ) সকালে চালান অভিযানে ওই সড়কের ‘একিউআই’ শপিং মলের বেইজমেন্টে রেস্তোরাঁ চালানোয় ‘নবাবী ভোজ’ নামে একটি খাবারের দোকান বন্ধ করে দিয়েছে রাজউক।

বেলা ১১টায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেন হাওলাদারের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। বেলা গড়ালেও বেইলি রোডের বেশিরভাগ রেস্তোরাঁর দরজা বন্ধই দেখা গেছে এদিন। অভিযানের সময় সেখানে নবাবী ভোজ রেস্তোরাঁও ছিল তালাবদ্ধ।

মনির হোসেন হাওলাদার সাংবাদিকদের বলেন, “নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আমরা অভিযানে এসেছি। রেস্তোরাঁয় আগুন জ্বালিয়ে খাবার রান্না করা হয়, গ্যাসের ব্যবহার হচ্ছে। এসব জায়গায় আগুন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা আছে কি না তা দেখা হচ্ছে। পাশাপাশি অন্যান্য নিয়ম মানা হচ্ছে কিনা সেটিও দেখা হচ্ছে।”

নবাবী ভোজ রেস্তোরাঁ কেন সিলগালা করা হল প্রশ্ন করলে ম্যাজিস্ট্রেট হাওলাদার বলেন, “নবাবী ভোজ রেস্তোরাঁ আইন না মেনে তৈরি হওয়ায় সিলগালা করে দিয়েছি।"

এই সড়কের গ্রিন কোজি কটেজ ভবনে আগুনে ৪৬ জনের প্রাণহানির ঘটনার পর ধানমণ্ডি, খিলগাঁও, মিরপুরসহ বিভিন্ন এলাকায় একই রকম অনিরাপদ পরিবেশে ভবনজুড়ে রেস্তোরাঁ গড়ে তোলার বিষয়টি নিয়ে আলোচনায় আসে। এই প্রেক্ষাপটে সমালোচনার মুখে রোববার থেকে রাজধানীতে অভিযানে নেমেছে রাজউক, সিটি করপোরেশন, পুলিশ ও র‌্যাব।

আবাসিক ভবনে নিয়মের বাইরে গিয়ে বানানো রেস্তোরাঁগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে এসব অভিযানে, আবার কোনো কোনো জায়গায় গ্র্রেপ্তার ও জরিমানাও করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ