ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’
কাজল আরেফিন অমি পরিচালিত ওয়েব ফিল্ম 'হাউ সুইট' গত ভালোবাসা দিবসে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাওয়ার কথা ছিল; কিন্তু কিছু কারণে তা পিছিয়ে যায়। নির্মাতা সম্প্রতি গণমাধ্যমে জানিয়েছেন, এই ওয়েব ফিল্মটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে।
অমি জানান, পোস্ট প্রোডাকশনে কালারের কাজ শেষ না হওয়া এবং ভিসা জটিলতার কারণে মুক্তি দিতে পারেননি। তবে তিনি আশা প্রকাশ করেছেন, ঈদে মুক্তি পেলে এই ফিল্মটি আরও বেশি দর্শকদের কাছে জনপ্রিয় হবে। কারণ, এটি একটি রোমান্টিক ও কমেডি গল্পের ফিল্ম। তার মতে, ঈদে এটি দর্শকদের মন জয় করবে।
‘হাউ সুইট’-এর শুটিং হয়েছে বরিশাল ও ঢাকার বিভিন্ন লোকেশনে। অমি বলেন, ‘যেমন চমচম খেলে মিষ্টি অনুভব হয়, ঠিক তেমনি এই গল্পটি দেখলে দর্শকরা সেই মিষ্টি অনুভূতি পাবেন।’
তিনি আরও বলেন, ‘অপূর্ব ভাই ছাড়া এই ধরনের কাজে আর কারও কথা মাথায় আসেনি। ফারিণের সঙ্গে আমার বোঝাপড়া খুব ভালো, সে রোমান্টিক ও সিরিয়াস দুই ধরনের চরিত্রেই ভালো করতে পারে। তাই অপূর্ব ভাই ও ফারিণকে এই কাজে নেয়া হয়েছে। আমি অপেক্ষা করছি কবে দর্শকদের কাছে এটি উপস্থাপন করতে পারবো।’
নির্মাতা অমি নাটক নির্মাণ কমিয়ে বর্তমানে ওটিটি কনটেন্টে বেশি কাজ করছেন। বঙ্গতে তিনি পরপর হোটেল রিলাক্স এবং অসময় কনটেন্টগুলো নির্মাণ করে প্রশংসা পেয়েছেন। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ভবিষ্যতে সিনেমা নির্মাণের প্রস্তুতি হিসেবে ওয়েব কনটেন্ট বানিয়ে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে