Views Bangladesh

Views Bangladesh Logo

রোজায় স্কুল খোলা থাকবে: আপিল বিভাগ

Senior  reporter

সিনিয়র রিপোর্টার

মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪

মজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করা হয়েছে। ফলে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রোজায় মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

মঙ্গলবার (১২ মার্চ) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

এদিন আপিল বিভাগে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। অপরদিকে রিটের পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফয়েজ।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করে রমজানে ১৫ দিন মাধ্যমিক পর্যায়ের স্কুল খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালায়ও জানায়, রমজানে ১০ দিন ক্লাস চলবে প্রাথমিক বিদ্যালয়ে। তাদের এমন সিদ্ধান্তেরে বিপরীতে রমজানে স্কুল খোলা রাখায় যানজটসহ কয়েকটি বিষয় উল্লেখ করে হাইকোর্টে রিট করেন শফিউর রহমান চৌধুরী নামের এক অভিভাবক।

পরে ওই রিটের পরিপ্রেক্ষিতে গত রবিবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করেন।

ওই রিটের পরিপ্রেক্ষিতে গত রোববার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ