Views Bangladesh

Views Bangladesh Logo

চতুর্দশ উত্তর আমেরিকা বাংলা সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনে শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক পরিবেশনা

 VB  Desk

ভিবি ডেস্ক

সোমবার, ২৯ জুলাই ২০২৪

নিউইয়র্কের মল্লি ইউনিভার্সিটির ম্যাডিসন থিয়েটারে গত ২৭ ও ২৮ জুলাই দুদিনব্যাপী চতুর্দশ উত্তর আমেরিকা বাংলা সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনে নান্দনিক সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে শিল্পকলা একাডেমি।

প্রথম দিনের পরিবেশনায় ছিল কবি সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বিপুল তরঙ্গ’ এবং কবি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা অবলম্বনে নৃত্য কোরিওগ্রাফি। পরিবেশনায় অংশ নিয়েছেন একাডেমির নৃত্যশিল্পী এস কে জাহিদ ও জান্নাতুল ফেরদৌস লোটাস। ‘বিশ্বায়নে নজরুল’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণ করেন কবি সৌম্য সালেক।

দ্বিতীয় দিনে শিল্পকলা একাডেমির পরিবেশনায় ছিল নৃত্য কোরিওগ্রাফি ‘লালনের ধ্যান’ ও ‘সোহাগ চাঁদ বদনী ধ্বনি’ এবং কবিতা পাঠ। শিল্পকলা একাডেমির অনুষ্ঠান ভাবনা ও পরিকল্পনা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে শিল্পীদের সম্মাননাপত্র ও উত্তরীয় পরিয়ে দেয়া হয়।

দুদিনের এ সম্মেলনে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের বরেণ্য সংগীত শিল্পী, নৃত্য শিল্পী ও কবি-সাহিত্যিকরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ