পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রকে ব্যাংকিং সেবা দেবে সাউথইস্ট
এনজিও প্রতিষ্ঠান পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। এর মাধ্যমে পে-রোল ব্যাংকিং, কর্পোরেট পেমেন্ট মডিউল, সংগ্রহ এবং আর্থিক সমাধানসহ অন্য ব্যাংকিং পরিষেবা দেয়া হবে।
সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. সাদেক হোসেন এবং পদক্ষেপের নির্বাহী পরিচালক মো. সালেহ বিন সামস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
দক্ষ বেতন বিতরণ নিশ্চিত ও কর্পোরেট পেমেন্ট স্বয়ংক্রিয় এবং উন্নত ডিজিটাল ব্যাংকিং সমাধান দিয়ে পদক্ষেপের আর্থিক কার্যক্রমকে সুগম করতে এই অংশীদারিত্ব তৈরি হয়েছে। এনজিওটির কর্মীরা এখন সাউথইস্ট ব্যাংকের পে-রোল ব্যাংকিং পরিষেবায় বেতন এবং অন্য ব্যাংকিং সুবিধা পাবেন। কর্পোরেট পেমেন্ট মডিউলটি নির্বিঘ্নে তহবিল স্থানান্তর, বিক্রেতাদের অর্থ পরিশোধ এবং অন্য কর্পোরেট আর্থিক লেনদেন করবে।
নুরুদ্দিন মো. সাদেক হোসেন বলেন, ‘দেশের এনজিও সেক্টরের স্বনামধন্য প্রতিষ্ঠান পদক্ষেপের সাথে অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত। আমাদের সহযোগিতা কর্পোরেট ক্লায়েন্টদের জন্য কর্মক্ষম দক্ষতা এবং আর্থিক ব্যবস্থাপনা বৃদ্ধিকারী উদ্ভাবনী ব্যাংকিং সমাধান দিতে আমাদের প্রতিশ্রুতি প্রতিফলিত করে। আমরা ফলপ্রসূ এবং দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের জন্য উন্মুখ’।
অনুষ্ঠানে ছিলেন সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী ও মাসুম উদ্দিন খানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারাও।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে