ক্রীড়া সাংবাদিক সাদীর একক চিত্র প্রদর্শনী
‘সেলফ এক্সপ্রেশন’ শিরোনামে বৃহৎ পরিসরে আত্মপ্রকাশ ঘটল তরুণ চিত্রশিল্পী সাইদ সাদীর। খেলার প্রতি ভালোবাসা থেকে প্রায় এক যুগ ধরে ক্রীড়া সাংবাদিকতা ও সংবাদ উপস্থাপনা করছেন তিনি। নিজের ভাবনায় প্রকৃতির নানা রঙের খেলায় বিমূর্ত ছবি তিনি তুলে এনেছেন রংতুলির আঁচড়ে।
শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজধানীর ধানমন্ডির শফিউদ্দীন শিল্পালয়ে শুরু হয়েছে ক্রীড়া সাংবাদিক ও চিত্রশিল্পী সাইদ সাদীর একক চিত্র প্রদর্শনী। সাদীর এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিত্রশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা আবুল বারক আলভি। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন চিত্রশিল্পী আব্দুল মান্নান এবং দৈনিক দেশ রূপান্তর সম্পাদক ও ক্রীড়া সাংবাদিক মোস্তফা মামুন।
সাংবাদিকতা করে চিত্রশিল্পী হওয়ার বিষয়ে সাদী বলেন, ‘আমার পড়ালেখা ইংরেজি সাহিত্যে। পেইন্টিংয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা আমার নেই। সোশ্যাল প্ল্যাটফর্মে দেশ-বিদেশের হাজারও পেইন্টারদের অনুসরণ করেই শেখার চেষ্টা করি। ছেলেবেলা থেকে খেলার পাশাপাশি রং নিয়ে খেলার ইচ্ছে হয়। সেই আঁকিয়ে সত্ত্বা ধারণ করেই স্বপ্ন দেখা। ধীরে ধীরে সেই ইচ্ছেরা ডালপালা ছড়িয়ে আজ এখানে নিয়ে এসেছে।
নানা সময়ে পোশাকে পেইন্ট করে সাড়া পেয়েছি। এর আগেও বেশ কবার ছোটখাটো প্রদর্শনী করেছি; কিন্তু ক্যানভাসে অ্যাক্রেলিক রং নিয়ে কাজ করার সাহস হয় ২০২২ সালে। ছোট থেকে শুরু, এরপর তা নেশার পরিণত হয়। পরিবার ও কাছের মানুষদের প্রেরণা আর স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।’
ধানমন্ডির শফিউদ্দীন শিল্পালয়ে সাদীর ৫০টি শিল্পকর্ম নিয়ে আয়োজিত পাঁচ দিনব্যাপী এই প্রদর্শনী শেষ হবে আগামী মঙ্গলবার। শনিবার (১৩ জুলাই) থেকে প্রতিদিন এই প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে