উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন তামিম ইকবাল
জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন।
সোমবার (৭ এপ্রিল) রাতে তিনি ঢাকা ছাড়েন।
তামিমকে ২৮ মার্চ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছিল। তখন চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী জানানো হয়, তিনি বিপদমুক্ত হলেও আরও উন্নত চিকিৎসার প্রয়োজন হতে পারে। সেই ধারাবাহিকতায় এবার তাকে সিঙ্গাপুরে নেয়া হলো। যদিও তাকে কোন হাসপাতালে ভর্তি করা হবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
উল্লেখ্য, ২৫ মার্চ বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে প্রস্তুতির সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। প্রথমে তাকে সাভারের কেপিজে হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত অ্যাঞ্জিওগ্রাম করে তার এক ধমনীতে শতভাগ ব্লক ধরা পড়ে। সঙ্গে সঙ্গে ব্লক ধমনীতে স্টেন্ট বসানো হয়।
পরবর্তীতে তার অবস্থার উন্নতি হলে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখানেই কয়েকদিন চিকিৎসা চলে। এখন শারীরিকভাবে কিছুটা সুস্থ হওয়ার পর সিঙ্গাপুরে নেয়া হয়েছে আরও পরীক্ষা ও চিকিৎসার জন্য।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে