Views Bangladesh

Views Bangladesh Logo

দেশে ফিরতে চান তসলিমা নাসরিন

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন দেশে ফিরতে চাইছেন। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে খোলা চিঠি দিয়েছেন তিনি।

এর আগে তসলিমাকে দেশে ফিরে আসার জন্য বলেছিলেন ড. ইউনূস। সেই কথা মনে করিয়ে দিয়ে ফেসবুকে ‘খোলা চিঠি’ দিয়েছেন তসলিমা।

ফেসবুকে লেখা ‘খোলা চিঠি’তে তসলিমা লিখেছেন, ইউনূস তাকে বলেছিলেন, ‘যেতে দেয় না আবার কী? ওটা তো আপনার দেশ, আপনার দেশে আপনার যাওয়ার, থাকার অধিকার আপনার জন্মগত। আপনাকে বাধা দেওয়ার রাইট কোনও সরকারের নেই।’

তসলিমা জানান, তিনি যাতে বাংলাদেশে ফিরতে পারেন সেই চেষ্টা ড. ইউনূস করবেন বলে কথা দিয়েছিলেন।

প্রসঙ্গত, ‘ধর্ম নিয়ে সমালোচনা’র অভিযোগে বিক্ষোভের মুখে ১৯৯৪ সালে তসলিমা নাসরিন দেশ ছেড়ে ইউরোপে পাড়ি জমান। পরে ২০০৪ সালে ভারতে যান তিনি। বর্তমানে দেশটির রাজধানী দিল্লিতেই থাকছেন তসলিমা নাসরিন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ