Views Bangladesh Logo

মারা গেলেন টেলিকম বিশেষজ্ঞ আবু সাঈদ খান

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের শীর্ষস্থানীয় টেলিকম বিশেষজ্ঞ ও টেলিযোগাযোগ সাংবাদিকতার পথিকৃৎ আবু সাঈদ খান মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার (২২ এপ্রিল) সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয়।

আবু সাঈদ খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে তৌফিক মাহমুদ ডন। তিনি বলেন, ফুসফুসের ক্যান্সারের জন্য সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে সকাল ৮টার দিকে মারা যান।

তিনি আরও বলেন, জোহরের নামাজের পর রাজধানীর সিএমএইচ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। টাঙ্গাইলে দ্বিতীয় জানাজা শেষে স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হবে।

এদিকে আবু সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর-এ প্রযুক্তি সম্পাদক হিসেবে বাংলাদেশের টেলিকম খাত-সংক্রান্ত বিভিন্ন নীতিতে অবদান রেখেছেন। এছাড়াও তিনি কলম্বোভিত্তিক থিঙ্ক-ট্যাঙ্ক এলআইআরএনইএশিয়া-র সিনিয়র পলিসি ফেলো ছিলেন। ২০১০ সালের ১ আগস্ট থেকে ২০১২ সালের ৩১ জুলাই পর্যন্ত অ্যাসোসিয়েশন অভ মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ-এর (অ্যামটব) মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এই টেলিকম বিশেষজ্ঞ।

এর আগে আবু সাঈদ খান ২০১০ সালের জুন পর্যন্ত মালয়েশিয়ায় এরিকসনের দক্ষিণ-পূর্ব এশীয় প্রধান কার্যালয়ে স্ট্র্যাটেজি অ্যানালিস্ট ছিলেন।

সিনিয়র এক্সিকিউটিভ, ইন্টারন্যাশনাল কনসালটেন্ট ও পলিসি রিসার্চার হিসেবে তিন দশকেরও বেশি সময় কাজ করেছেন আবু সাঈদ খানের। এরিকসন, হুয়াওয়ে, ফেসবুক, গুগল, বিশ্বব্যাংক ও জাতিসংঘের এসকাপে কাজ করেছেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ