Views Bangladesh Logo

মেসির গোলে হার এড়াল মিয়ামি

মেসির গোলে হার এড়াল মিয়ামি
মেসির গোলে হার এড়াল মিয়ামি

খেলাধুলা

মেসির গোলে হার এড়াল মিয়ামি

ম্যাচে বেশিরভাগ সময়ই ইন্টার মিয়ামি ও এলএ গ্যালাক্সির লড়াই করেছে গোলের জন্য। প্রথমার্ধে দুদলের কেউই জালের দেখা পায়নি, ৭৫ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে লিওনেল মেসির ইন্টার মিয়ামি। জেগেছিল হারের শঙ্কাও। শেষবেলায় এক লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হয় গ্যালাক্সি। তার মিনিট চারেক পর মেসির গোলে হার এড়ায় মিয়ামি।

ট্রেন্ডিং ভিউজ