বাংলাদেশি পর্যটকশূন্য ভারতের দার্জিলিং, অপেক্ষায় পর্যটন ব্যবসায়ীরা
জুলাই থেকে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন এবং এর পরের ঘটনাগুলোর জেরে ভারতের শৈল শহর দার্জিলিংয়ে বাংলাদেশি পর্যটক প্রায় নেই বললেই চলে। দার্জিলিং ছাড়াও তিস্তা থেকে শুরু করে সংকোশ পর্যন্ত ডুয়ার্স পাহাড়ের ২০০টিরও বেশি ছোট-বড় রিসোর্ট এবং ১০০টিরও বেশি হোম স্টেও পর্যটকশূন্য।
ফলে ভারতীয় পর্যটনশিল্প ক্ষতিগ্রস্ত হওয়ায় হতাশ দার্জিলিং-ডুয়ার্সসহ দেশটির পর্যটন ব্যবসায়ীরা। বাংলাদেশের এখনকার অবস্থা অনেকটা স্থিতিশীল হলেও ভারতীয় হাইকমিশন বাংলাদেশিদের ভিসা দেয়া সম্পূর্ণ চালু করেনি। জরুরি অবস্থাতেই কেবল ভারতে আসার অনুমতি পাচ্ছেন বাংলাদেশিরা।
বাংলাদেশিদের কাছে আকর্ষণীয় পর্যটনকেন্দ্র দার্জিলিং। পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের শিলিগুড়ির ফুলবাড়ী চেকপোস্ট ও কোচবিহার চ্যাংড়াবান্ধা চেকপোস্ট দিয়ে অতি সহজেই সেখানে যান বাংলাদেশের পর্যটকরা। এই শরতে আকাশ পরিষ্কার থাকায় প্রকৃতির নৈসর্গিক শোভা উপভোগের পাশাপাশি কাঞ্চনজঙ্ঘাকে দেখার আকর্ষণও তুমুল।
দুর্গাপূজার আগে শীতের প্রাক্কালে কুয়াশায় ঢাকা পাহাড় ডুয়ার্স দেখতেও তাই ভিড় জমান অসংখ্য বাংলাদেশি ভ্রমণপিপাসু। তবে এ বছরের চিত্র একেবারেই আলাদা। সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সংবাদমাধ্যমকে বলেন, ‘আপাতত বাংলাদেশিদের চিকিৎসা এবং জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে। যখন বাংলাদেশের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে, তখন পূর্ণমাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদানও স্বাভাবিক হবে।’
এখন কবে আবার পুরোপুরি পরিস্থিতি স্বাভাবিক হয়, সে অপেক্ষাতেই দিন গুনছেন পর্যটন ব্যবসায়ীরাও। উত্তরবঙ্গের ট্যুরিজম ব্যবসায়ী শিবপ্রসাদ চক্রবর্তী বলেন, ‘একমাসের বেশি হয়ে গেল, বাংলাদেশের ট্যুরিস্ট প্রায় নেই বললেই চলে। আগের বছরও আমাদের এজেন্সিতে ভিড় উপচে পড়েছে।’
ভিউজ বাংলাদেশের ভারতীয় প্রতিনিধিকে দার্জিলিংয়ের হোটেল মালিক আলোক ছেত্রী বলেন, ‘দুর্গাপূজার আগে বাংলাদেশের পর্যটকরা দার্জিলিংয়ে ঘুরতে আসেন। গম গম করে এখানে; কিন্তু এখন আর দেশটির বুকিং আসছে না।’
‘করোনার সময়ে যেমন বাংলাদেশি পর্যটক আসা বন্ধ হয়ে গিয়েছিল, গত কয় মাসে বাংলাদেশে অস্থিরতার জেরে আবারও প্রায় সেই অবস্থাতেই পৌঁছেছে। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর অর্থনৈতিক ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে পর্যটন শিল্পের। ফলে বাংলাদেশের বিপুলসংখ্যক পর্যটকের না আসা যে প্রভাব ফেলেছে, তা অস্বীকার করার উপায় নেই’ বলেও মন্তব্য তার।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে