Views Bangladesh Logo

টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বনিম্ন রানে অলআউট উগান্ডা

 VB  Desk

ভিবি ডেস্ক

লতি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনিকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় তুলে নিয়ে ইতিহাস গড়েছিল উগান্ডা। কিন্তু নিজেদের তৃতীয় ম্যাচে খেলেতে নেমেই লজ্জার এক রেকর্ড গড়ল দলটি।

২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৩৯ রানে অলআউট হয়েছিল নেদারল্যান্ডস। এটা টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার নজির। ডাচদের এই লজ্জার রেকর্ডে ভাগ বসাল উগান্ডা। প্রথমবার বিশ্বকাপে খেলতে আসা দেশটি রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অলআউট হল ৩৯ রানে।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে উগান্ডাকে ১৭৪ রানের টার্গেট দিয়েছিল উইন্ডিজ। রান তাড়া করতে নেমে উগান্ডা গুটিয়ে যায় মাত্র ৩৯ রানে। ম্যাচটি ক্যারিবীয়রা জিতেছে ১৩৪ রানের বড় ব্যবধানে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বাঁহাতি স্পিনার আকিল হোসেন ১১ রানের বিনিময়ে শিকার করেন ৫ উইকেট।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ