Views Bangladesh Logo

খাদ্য ত্রাণবহর ফিরিয়ে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচী (ডব্লিউএফপি) জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গাজার উত্তরাংশের একটি চেকপয়েন্ট থেকে তাদের ত্রাণবহর ফিরিয়ে দিয়েছে, এরপর ‘বেপরোয়া লোকজন’ সেটি লুট করেছে।

ডব্লিউএফপি জানায়, ১৪টি ট্রাকের ওই খাদ্য ত্রাণবাহী বহরটি দক্ষিণপূর্ব গাজার ওয়াদি গাজা চেক পয়েন্টে তিন ঘণ্টা ধরে অপেক্ষার পর ইসরায়েলি সেনাবাহিনী প্রবেশের অনুমতি না দিয়ে সেটি ফিরিয়ে দেয়।

আন্তর্জাতিক এক বার্তা সংস্থা জানিয়েছে, ডব্লিউএফপি ২০ ফেব্রুয়ারি থেকে উত্তর গাজায় ত্রাণ সরবরাহ স্থগিত রাখার পর মঙ্গলবার (৫ মার্চ) প্রথম সেখানে ত্রাণবহর পাঠানোর চেষ্টা করেছিল। উত্তর গাজায় গাজা সিটির কাছে ত্রাণবহরে লুটপাট ও ইসরায়েলি সেনাদের গুলিতে শতাধিক ফিলিস্তিনি নিহত হওয়ার পর সেখানে ত্রাণ সরবরাহ স্থগিত রেখেছিল জাতিসংঘের খাদ্য সংস্থাটি।

ডব্লিউএফপি এক বিবৃতিতে বলেছে, “ইসরায়েলি বাহিনী ওয়াদি গাজা থেকে ত্রাণবহরটিকে উল্টো দিকে পাঠিয়ে দেওয়ার পর ফেরার পথে বেপরোয়া লোকজনের একটি বড় দল বহর থেকে খাবার লুট করে নিয়ে যায়।”

ওই লোকজন প্রায় ২০০ টনের মতো খাদ্য লুট করে নিয়ে গেছে বলে ডব্লিউএফপি জানিয়েছে।

সংস্থাটি বলেছে, গাজার উত্তরাংশে খাদ্য পাঠানোর সব উপায় অনুসন্ধান করে দেখছে তারা, কিন্তু দুর্ভিক্ষ এড়ানোর জন্য প্রচুর খাবার দরকার আর তা শুধু সড়কপথেই নেওয়া সম্ভব।

মঙ্গলবার ভোরে জর্ডানের বিমান বাহিনীর সঙ্গে মিলে তারা গাজার উত্তরাংশে ছয় টন খাদ্য ফেলেছে আর এই খাবার ২০ হাজার মানুষের জন্য যথেষ্ট বলে জানিয়েছে সংস্থাটি।

ডব্লিউএফপি'র উপ-নির্বাহী পরিচালক কার্ল স্কাউ বলেছেন, “বিমান থেকে ত্রাণ ফেলা খাবার পৌঁছানোর শেষ উপায় আর এভাবে দুর্ভিক্ষ এড়ানো যাবে না। পাঁচ লাখের বেশি মানুষের জরুরি খাদ্য সহায়তা দরকার। তাদের জন্য পর্যাপ্ত খাদ্য সরবরাহ নিয়ে যেতে গাজার উত্তরাংশে প্রবেশের পথ দরকার আমাদের।”


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ