Views Bangladesh Logo

র‍্যাব বিলুপ্ত এবং বিজিবির কার্যাবলী সীমিত করার সুপারিশ জাতিসংঘের

 VB  Desk

ভিবি ডেস্ক

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) এর কার্যাবলী সীমিত করার সুপারিশ করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর)।

আধাসামরিক বাহিনী আনসার এবং ভিডিপির ওপর ‘সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ রোধ’ করে তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষার কাজে সহায়ক হিসেবে কাজে লাগানোর সুপারিশ করেছে সংস্থাটি।

জুলাই গণআন্দোলন সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও অপব্যবহার নিয়ে তথ্যানুসন্ধানী দলের প্রতিবেদনের ভিত্তিতে বেআইনি নজরদারি বন্ধ এবং জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র বিলুপ্ত ও নজরদারি স্পষ্টভাবে নিয়ন্ত্রণে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন সংশোধনেরও সুপারিশ করেছে জাতিসংঘ।


জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বুধবার (১২ ফেব্রুয়ারি) জেনেভায় তথ্য-অনুসন্ধান প্রতিবেদনটি প্রকাশ করে।

প্রতিবেদনটির ‘পুলিশিংকে সামরিকীকরণ’ শীর্ষক অংশে আরও সুপারিশ করা হয়েছে, সেনাবাহিনীকে কেবল অভ্যন্তরীণ নিরাপত্তায় সবচেয়ে ব্যতিক্রমী পরিস্থিতিতে বেসামরিক নিয়ন্ত্রণে মোতায়েন করা উচিত।

সশস্ত্র বাহিনী এবং বিজিবির লঙ্ঘন তদন্তে স্বাধীন কমিশন গঠন এবং অনুরূপ স্বাধীন জবাবদিহিতা ও বিচার ব্যবস্থার সুপারিশ করেছে জাতিসংঘের সংস্থাটি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ