Views Bangladesh Logo

এবার কার ঝুলিতে উঠছে অস্কার সেরার পুরস্কার?

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ৯৭তম ‘একাডেমি অ্যাওয়ার্ডস’ আগামী ২ মার্চ হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হতে চলেছে। এবার অস্কারে কারা সেরা হতে পারেন তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। ইতোমধ্যে বিষয়টি নিয়ে বিবিসি এবং মার্কিন ম্যাগাজিন রোলিং স্টোন প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদন অনুযায়ী দেখে নেওয়া যাক এবার কারা অস্কারে সেরা হতে চলেছেন।

সেরা সিনেমা

অস্কারে সেরা সিনেমাতে এবার সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছে নেটফ্লিক্সের ক্রাইম মিউজিক্যাল সিনেমা ‘এমিলিয়া পেরেজ’। ১৩ বিভাগে মনোনয়ন পেয়েছে সিনেমাটি। এমনকি সিনেমাটি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডেও মিউজিক্যাল- কমেডি বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতেছে। তাই অস্কার দৌড়ে সিনেমাটির সেরা হওয়ার সম্ভাবনা বেশি।

কিন্তু বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ‘এমিলিয়া পেরেজ’ সিনেমাটি বেশি মনোনয়ন পেলেও অস্কার নাও পেতে পারে। কেননা এর আগেও অস্কারে বেশি মনোনয়ন পাওয়া সিনেমা দ্য আইরিশম্যান, ম্যাংক, দ্য পাওয়ার অফ দ্য ডগ, কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুনের মতো সিনেমা মনোনয়নের তুলনায় তেমন বেশি অস্কার পায়নি। আর অস্কারের সেরা সিনেমার তালিকাতে এমিলিয়া প্যারেজের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করে হচ্ছে ‘কনক্লেভ’ সিনেমাটিকে। এডওয়ার্ড বার্গার পরিচালিত ‘কনক্লেভ’ বাফটা এবং স্ক্রিন অ্যাক্টরস গিল্ডস অ্যাওয়ার্ডেও সেরা ছবির পুরস্কার জিতেছে। এটি রবার্ট হ্যারিসের ২০১৬ সালে প্রকাশিত ‘কনক্লেভ’ উপন্যাস অবলম্বনে নির্মিত। আবার শন বেকার পরিচালিত ‘অ্যানোরা’ (স্বর্ণ পামজয়ী) এবং ব্র্যাডি কোরবেট পরিচালিত ‘দ্য ব্রুটালিস্ট’ ও সেরা সিনেমার তালিকায় শক্ত অবস্থানে রয়েছে।

সেরা অভিনেত্রী

এবার অস্কারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন- সিনথিয়া এরিভো (উইকড), কার্লা সোফিয়া গ্যাসকন (এমিলিয়া পেরেজ), মাইকি ম্যাডিসন (অ্যানোরা), ডেমি মুর (দ্য সাবস্ট্যান্স), ফার্নান্ডা টরেস (আই এম স্টিল হিয়ার)।

এরমধ্যে ডেমি মুর সেরা অভিনেত্রী হিসেবে ‘দ্য সাবস্ট্যান্সে’ অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড এবং স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড পেয়ে অস্কারের দৌড়ে এগিয়ে আছেন। কিন্তু শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে ডেমি মুরের সঙ্গে প্রতিযোগিতা করবেন মাইকি ম্যাডিসন। ‘অ্যানোরা’ সিনেমাতে অভিনয়ের জন্য ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসে (বাফটা) সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মাইকি ম্যাডিসন এবং তার অভিনয়ও ব্যাপক প্রশংসিত হয়েছে। রোলিং স্টোন তাদের প্রতিবেদনেও মাইকি ম্যাডিসনকেই এগিয়ে রেখেছেন।

সেরা অভিনেতা

অস্কারে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন- অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট), টিমোথি শ্যালামেট (আ কমপ্লিট আননোন), কোলম্যান ডোমিঙ্গো (সিং সিং), রেফ ফাইঞ্জ (কনক্লেভ), সেবাস্টিয়ান স্ট্যান (দ্য অ্যাপ্রেন্টিস)।

অস্কারে সেরা অভিনেতার দৌড়ে এগিয়ে আছেন ‘দ্য পিয়ানিস্ট’ খ্যাত অভিনেতা অ্যাড্রিয়েন ব্রডি। এর আগে, তিনি দ্য পিয়ানিস্টে অভিনয়ের জন্য অস্কারে সবচেয়ে কম বয়সী অভিনেতা হিসেবে সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন। এবার ‘দ্য ব্রুটালিস্টে’ অভিনয়ের জন্য ইতোমধ্যে সেরা অভিনেতা হিসেবে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড এবং বাফটা পুরস্কার জিতেছেন।

বিবিসির মতে, অস্কারে সেরা অভিনেতা হওয়ার সম্ভাবনা অ্যাড্রিয়েন ব্রডিরই বেশি। তবে টিমোথি শালামেট ‘অ্যা কমপ্লিট আননোন’ চলচ্চিত্রে বব ডিলানের যুবক বয়সের চরিত্রে অভিনয় করে এই প্রতিযোগিতায় শক্ত অবস্থানে রয়েছেন। সম্প্রতি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন।

সেরা পরিচালক

অস্কারে এবার পাঁচজন সেরা পরিচালক হিসেবে মনোনয়ন পেয়েছেন। তারা হলেন- শেন বেকার (অ্যানোরা), ব্র্যাডি করবেট (দ্য ব্রুটালিস্ট), জেমস ম্যানগোল্ড (আ কমপ্লিট আননোন), জ্যাক অঁদিয়ার (এমিলিয়া পেরেজ),
কোরালি ফার্গেট (দ্য সাবস্ট্যান্স)।

জানা গেছে, ‘দ্য ব্রুটালিস্টের’ পরিচালক ব্র্যাডি কোরবেট সেরা পরিচালক হিসেবে ইতোমধ্যে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড এবং বাফটা পুরস্কার পেয়েছেন। তাই এবার অস্কারেও তারই সেরা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

সেরা পার্শ্ব অভিনেত্রী

পার্শ্ব অভিনেত্রী হিসেবে অস্কার পাওয়ার বেশি সম্ভাবনা রয়েছে জোয়ি সালডানার। তিনি এমিলিয়া পেরেজের জন্য গোল্ডেন গ্লোব, বাফটা এবং স্ক্রিন অ্যাক্টরস অ্যাওয়ার্ড পেয়েছেন। তাই মনে করা হচ্ছে সেরা পার্শ্ব অভিনেত্রী তিনিই হবেন। তবে কনক্লেভ সিনেমার জন্য ইসাবেলা রোজেলিনির অস্কার পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সেরা পার্শ্ব অভিনেতা

এবার সেরা পার্শ্ব অভিনেতা হওয়ার সম্ভবনা সবচেয়ে বেশি কিয়েরান কালকিন। তিনি ইতোমধ্যে ‘অ্যা রিয়েল পেইন’ সিনেমায় অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব, বাফটা, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড পেয়েছেন। তাই অস্কারে সেরা হওয়ার সম্ভাবনা তারই বেশি।

এছাড়া আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে সেরা সিনেমা হওয়ার সম্ভাবনা রয়েছে ব্রাজিলিয়ান সিনেমা ‘আই এম স্টিল হেয়ার’র। আবার ‘এমিলিয়া পেরেজ’ও এই তালিকাতে রয়েছে। ‘ফ্লো’ এনিমেশন চলচ্চিত্রটি ইতোমধ্যে গোল্ডেন গ্লোব পুরস্কার পেয়েছে। তাই অস্কারেও সেরা এনিমেটেড ফিচার ফিল্ম হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সমালোচকরা। আবার দ্য হলিউড রিপোর্টার, এই তালিকাতে দ্য ওয়াইল্ড রোবটকে সেরার তালিকায় এগিয়ে রেখেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ