Views Bangladesh Logo

শেওড়াপাড়ায় চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার একজন

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর শেওড়াপাড়ায় একটি গলির মুখে চাপাতি ঠেকিয়ে তরুণ-তরুণীর কাছ থেকে সোনার চেইন-ব্যাগ ছিনিয়ে নেয়ার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে গাজীপুর সদর উপজেলার পুবাইল এলাকায় অভিযান চালিয়ে শাকিল নামের ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত শাকিল ও তার সহযোগীরা সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য। তার দেয়া তথ্য অনুযায়ী ছিনতাইয়ে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। ছিনতাইয়ের আড়াই হাজার টাকাও পাওয়া গেছে। তার মোটরসাইকেলটিও পুবাইল এলাকা থেকে জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে বলেন ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে।

তিনি জানান, ভুক্তভোগী তরুণ-তরুণী সম্পর্কে চাচাতো ভাইবোন। তারা ওই রাতে আত্মীয়ের বাসা থেকে বাসায় ফিরছিলেন।

এর আগে গত বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে এই ছিনতাইয়ের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একটি রিকশায় দুজন যাত্রী একটি গলির মুখে এসে দাঁড়ান। যাত্রীদের একজন তরুণ, আরেকজন তরুণী। এ সময় একটি মোটরসাইকেলে তিনজন এসে রিকশার সামনে থামেন। তাদের একজনের মাথায় হেলমেট ছিল। বাকি দুজনের একজনের গায়ে কালো শার্ট ও অপরজনের গায়ে সাদা টি–শার্ট। মুহূর্তেই সাদা টি–শার্ট ও কালো শার্ট পরা দুইজন মোটরসাইকেল থেকে নামেন।

সাদা শার্ট পরা ব্যক্তি কোমর থেকে একটি চাপাতি বের করেন। তিনি রিকশায় বসে থাকা তরুণীকে চাপাতি দিয়ে কোপ দেয়ার অঙ্গভঙ্গি দেখিয়ে তরুণীর কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেন। কালো শার্ট পরা লোকটি তরুণীর গলা থেকে একটি সোনার চেইন ও একটি কালো রঙের ব্যাগ ছিনিয়ে নেন।

এ সময় মোটরসাইকেলটিকে ঘুরিয়ে রাস্তার পাশে রাখা হয়। মোটরসাইকেলচালক (হেলমেট পরা) ও তার দুই সহযোগী গলির পাশের একটি বাসার দিকে যান। এর কিছুক্ষণ পর তিন ছিনতাইকারী একসঙ্গে এগিয়ে এসে মোটরসাইকেলে ওঠেন। সেই সময় রিকশায় থাকা তরুণীর সহযাত্রী এগিয়ে এসে কালো রঙের ব্যাগটি ফেরত চাইলে সেটি তার দিকে ছুড়ে মারে ছিনতাইকারীরা। এরপর তারা মোটরসাইকেলে উঠে চলে যায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ