Views Bangladesh

Views Bangladesh Logo

জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে গোলাগুলিতে বন্দুকধারী নিহত, ৩ পুলিশ আহত

 VB  Desk

ভিবি ডেস্ক

রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

র্ডানে ক্রমবর্ধমান ইহুদিবিরোধী মনোভাবের মধ্যে ইসরায়েলি দূতাবাসের কাছে নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালানোর ঘটনা ঘটেছে। এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা যান বন্দুকধারী।

এ ব্যাপারে একটি নিরাপত্তা সূত্র ও রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, রবিবার (২৪ নভেম্বর) দেশটির রাজধানী আম্মানে ইসরায়েলি দূতাবাসের কাছে রাবিয়াহ এলাকায় একটি পুলিশ টহলকে লক্ষ্য করে গুলি চালায় মারা যাওয়া ওই বন্দুকধারী।

নিরাপত্তা সূত্রটির বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়, গোলাগুলির শব্দ শোনার পর এলাকাটি ঘিরে ফেলে পুলিশ সদস্যরা। এ ঘটনার পর রাবিয়াহ’র বাসিন্দাদের বাড়িতে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর হত্যাযজ্ঞ শুরু হলে আরব দেশগুলোতে ইসরায়েলবিরোধী মনোভাব বাড়তে থাকে। যার ফলে  এর আগেও ইসরায়েলের দূতাবাসের কাছে মিছিল করে গাজাপন্থীরা। সে সময় তাদেরকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে জর্ডানের নিরাপত্তা বাহিনী।

এ ছাড়াও  ২০১৭ সালে ইসরায়েল দূতাবাসের প্রাঙ্গনে গুলিবর্ষণের ঘটনায় দুই জর্দান নাগরিক নিহত এবং ইসরায়েলি দূতাবাসের এক প্রহরী আহত হয়।
 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ