ব্লুমবার্গের টেকসই র্যাঙ্কিংয়ে ১০ বাংলাদেশি সংস্থা
দেশের কর্পোরেট জগতে স্থায়িত্ব গ্রহণে বাংলাদেশের উন্নয়নের সুস্পষ্ট লক্ষণ দেখায় ব্লুমবার্গের হালনাগাদ তথ্য। সংস্থাটির এনভায়রনমেন্টাল, সোশ্যাল, অ্যান্ড গভর্ন্যান্স (ইএসজি) ক্লাবে স্থান পেয়েছে আরও তিনটি বাংলাদেশি সংস্থা।
এ নিয়ে দেশ থেকে মোট দশটি কোম্পানির স্থান হল ক্লাবটিতে।
গত বছর এই তালিকায় ছিল সাতটি বাংলাদেশি প্রতিষ্ঠান। নতুন কোম্পানিগুলো হলো বিএসআরএম লিমিটেড, লাফার্জহোলসিম বাংলাদেশ এবং এমজেএল বাংলাদেশ। গত বছরের টেকসই উন্নয়ন তথ্য অনুসারে, তালিকার বাকি সাতটি প্রতিষ্ঠান হলো- বিএটি বাংলাদেশ (বিএটিবি), গ্রামীণফোন, ম্যারিকো বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক, আইডিএলসি ফাইন্যান্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ।
দশটির মধ্যে রয়েছে নতুন তিনটিসহ ছয়টি দেশি বা দেশে বিকশিত সংস্থা।
এ সাফল্য ইএসজি কমপ্লায়েন্স গ্রহণ ও টেকসই উন্নয়নের প্রতি দেশের অব্যাহত চাহিদার বিষয়টি তুলে ধরে।
এই অর্জন প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তিগত উদ্ভাবনও তুলে ধরে। যেমন, বিএসআরএম পানি পুনর্ব্যবহার ও বায়ুদূষণ রোধে উদ্ভাবনী পদ্ধতি গ্রহণ করেছে। আবার লাফার্জহোলসিম বাংলাদেশ, তাদের চারটি টেকসই উন্নয়ন স্তম্ভ - জলবায়ু, পুনর্ব্যবহারযোগ্যতা, প্রকৃতি ও মানুষের মাধ্যমে নেট-জিরো কার্বন-নিঃসরণ অর্জনের লক্ষ্যে কাজ করছে।
বিএটি বাংলাদেশ দেশের একমাত্র প্রতিষ্ঠান যারা তাদের সব উৎপাদন এলাকায় পানির টেকসই ব্যবস্থাপনার জন্য অ্যালায়েন্স ফর ওয়াটার স্টুয়ার্ডশিপের মূল সনদ অর্জন করেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে