Views Bangladesh Logo

মালয়েশিয়ায় দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত

 VB  Desk

ভিবি ডেস্ক

মালয়েশিয়ায় নৌবাহিনীর দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। নৌবাহিনীর কুচকাওয়াজের অংশ নিতে সামরিক মহড়া চলাকালীন মধ্য আকাশে হেলিকপ্টার দুইটির সংঘর্ষ হয়। ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি মঙ্গলবার (২৩ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা যায়।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত বেশ কয়েকটি ফুটেজে দেখা যায়, নিচে পড়ার আগে একটি হেলিকপ্টারের পাখায় আঘাত হেনেছিল অপর হেলিকপ্টারটি। এরপরই দুইটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিচে পড়ে।

স্থানীয় সময় মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে নয়টায় মালয়েশিয়ার পশ্চিমাঞ্চলীয় পেরেক প্রদেশের লুমুত শহরে এ ঘটনা ঘটে। ওই শহরে নৌবাহিনীর একটি ঘাঁটি রয়েছে।

হেলিকপ্টারে থাকা ১০জন ক্রূর সবাই মারা গেছে। শনাক্তের জন্য তাদেরকে লুমুত আর্মি হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে নৌবাহিনী। দুর্ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হবে বলেও জানানো হয় নৌবাহিনীর পক্ষ থেকে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ