Views Bangladesh

Views Bangladesh Logo

পাঁচ কোটি টাকার বিনিয়োগ হারিয়েছে ‘টেন মিনিট স্কুল’

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

দেশের শীর্ষস্থানীয় অনলাইন শিক্ষামূলক প্রতিষ্ঠান ‘টেন মিনিট স্কুল’-এর জন্য বিনিয়োগ প্রস্তাব বাতিল করেছে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১১টায় টেন মিনিট স্কুলের জন্য পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করার বিষয়টি জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ফেসবুক পোস্টে তিনি জানান, টেন মিনিট স্কুলের জন্য ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে বাতিল করা হলো।

এর আগে, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকেও আয়মান সাদিকের সঙ্গে করা চুক্তি বাতিলের বিষয়টি জানানো হয়।

তবে স্টার্টআপ বাংলাদেশ ও জুনায়েদ আহমেদ পলক কোনও পক্ষ থেকেই চুক্তি বাতিলের কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ