Views Bangladesh

Views Bangladesh Logo

ভারতে হাসপাতালে আগুন লেগে ১০ শিশুর মৃত্যু

VB Desk,  International

ভিবি ডেস্ক, আন্তর্জাতিক

শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

ভারতের উত্তর প্রদেশের একটি মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন লেগে ১০ শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) রাতে ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিকেল কলেজ ও হাসপাতালে এই ঘটনা ঘটে।

কর্মকর্তারা বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

শনিবার (১৬ নভেম্বর) বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উত্তর প্রদেশের ঝাঁসি জেলার মহারানী লক্ষ্মী বাই মেডিকেল কলেজের নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আকস্মিকভাবে আগুন লাগে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

নিহত শিশুদের পরিবারের সদস্যদের কান্নায় এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে।

হাসপাতালের প্রধান তত্বাবধায়ক শচীন মহর বলেছেন,আগুন লাগার সময় ঐ ওয়ার্ডে ৫৪ জন শিশু ছিল। ভয়াবহ আগুনের ফলে অনেক শিশু এখনো ভিতরে আটকা পড়ে আছে। দমকল বাহিনীর কর্মীদের আপ্রাণ চেষ্টায় আটকে পড়া অধিকাংশ শিশুকে উদ্ধার করা গেলেও ১০ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আহত শিশুদের নিকটস্থ অপর একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ অগ্নিকাণ্ডেের খোঁজ খবর নিয়েছেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহত শিশুদের উন্নত চিকিৎসা দেয়ার নির্দেশ দিয়েছেন।

ঝাঁসির বিভাগীয় কমিশনার ও পুলিশ রেঞ্জের উপ-পরিদর্শক জেনারেলকে ১২ ঘণ্টার মধ্যে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ