ইসরায়েলি হামলায় আরও ১০০ ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরায়েলি হামলায় আরও ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। এ নিয়ে গাজায় নিহতের মোট সংখ্যা ৫০ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ১ হাজার ১৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের আগ্রাসনে গাজায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ৫২৩ জনে পৌঁছেছে।
অন্যদিকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৪ হাজার ৭৭৬ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।
এর আগে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। এর দুই মাস যেতে না যেতেই ১৮ মার্চ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে