Views Bangladesh

Views Bangladesh Logo

ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ১০৭ জনের মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ২ জুলাই ২০২৪

ভারতের উত্তর প্রদেশে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে অন্তত ১০৭ জন নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে এ তথ্য জানানো হয়।

রাজ্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় উত্তর প্রদেশের হাতরাস জেলায় এ ঘটনাটি ঘটে।

কর্মকর্তারা বলছেন, কী কারণে পদদলিত হওয়ার ঘটনা ঘটেছে তা এখনও অস্পষ্ট।

আগ্রা জোনের অতিরিক্ত মহাপরিচালক অনুপম কুলশ্রেষ্ঠার কার্যালয় থেকে জানানো হয়েছে, নিহত ১০৭ জনের মধ্যে বেশিরভাগই নারী।

প্রাথমিকভাবে জানা গেছে, ধর্ম প্রচারক ভোলে বাবার ধর্মীয় জমায়েত শেষ হওয়ার পরপরই অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে আসতে শুরু করে নারীরা। সে সময় পদদলিত হওয়ার এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে আলিগড় রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল শলভ মাথুর বলেছেন, যখন 'সৎসঙ্গ' সভা শেষ হয় তখন গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে কিছু লোকের দম বন্ধ হয়ে আসছিল। সেই সময় তারা অনুষ্ঠানস্থলের বাইরে আসার জন্য ছুটাছুটি শুরু করে। যার ফলে পদদলিত হয়ে বেশিরভাগই নারী এবং শিশু মারা যায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ