Views Bangladesh

Views Bangladesh Logo

মিয়ানমারে নৌকাডুবি, ১১ জনের মরদেহ উদ্ধার

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

মিয়ানমারের দক্ষিণ উপকূলের কাছে আন্দামান সাগরে ৩০ জন যাত্রী বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার পর ১১ জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। বাকিরা নিখোঁজ, যাদের বেশিরভাগই শিক্ষার্থী।

ইয়াংগুন থেকে এএফপি জানায়, দক্ষিণ তানিনথারি অঞ্চলের কিয়াউক কার গ্রামের বাসিন্দারা মাইয়েক শহরে যাওয়ার পথে রবিবার (২০ অক্টোবর) রাতে নৌকাটি ডুবে যায়। নৌকার বেশিরভাগ যাত্রীই ছিলেন শিক্ষার্থী, যারা দুই সপ্তাহের ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরছিলেন। তবে উদ্ধার হওয়া মরদেহের মধ্যে একজনও শিক্ষার্থী নেই।

রাতেই ১০ জন এবং সোমবার (২১ অক্টোবর) সকালে একজনের মরদেহ উদ্ধারের পর শেষকৃত্য সম্পন্ন করেছেন গ্রামবাসী। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে উত্তাল সাগর থেকে সবার মরদেহ উদ্ধারে বেশ কয়েকদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামটির একজন ভিক্ষু বলেন, ‘নৌকাটি রাত নয়টায় ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাই করে অনেক দেরিতে গ্রাম থেকে ছেড়ে যায়। বেশি যাত্রী বহনের কারণেই সেটি ডুবে গেছে’।

মিয়ানমারের পরিবহন নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত দুর্বল এবং দেশটিতে প্রায়ই নৌকা দুর্ঘটনা ঘটে। উপকূলরেখা ও নদী বরাবর মানুষ বহনকারী জাহাজগুলো প্রায়শই বিপজ্জনকভাবে যাত্রী নেয় এবং দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যাও বিস্ময়করভাবে বেশি হয়।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ