Views Bangladesh

Views Bangladesh Logo

কোটা সংস্কার আন্দোলন

অজ্ঞাতনামা শতাধিক শিক্ষার্থীর নামে আরও ১১ মামলা

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪

জ্ঞাতনামা শতাধিক কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীর বিরুদ্ধে শাহবাগ থানায় মোট ১১টি মামলা করা হয়েছে। এর মধ্যে পুলিশ বাদী হয়ে ৯টি মামলা দায়ের করে আর বাকি দুটি মামলা করে ছাত্রলীগের দুই কর্মী।

এক দৈনিক পত্রিকার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত ১২ থেকে ২১ জুলাইয়ের মধ্যে এসব মামলা দায়ের করা হয়।

মঙ্গলবার (২৩ জুলাই) নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলি নিয়ে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। এ সময় তিনি বলেন, যদি সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হয় তাহলে অবশ্যই তা দেখা হবে। সরকার শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনবে এবং সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করবে।

এদিকে বেশিরভাগ মামলার বিবৃতিতে বলা হয়েছে, আন্দোলনকারীরা পুলিশের অনুরোধ অমান্য করে, বেআইনিভাবে জনতার ভিড় সৃষ্টি করে, দাঙ্গা সৃষ্টি করে এবং সরকারি কাজে বাধা দেয়। তারা পুলিশকে ইট দিয়ে আঘাত করে। পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ আশরাফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, তার জানা মতে কোনো শিক্ষার্থীর নাম উদ্ধৃত করে এ ঘটনায় কোনো মামলা হয়নি। আইন অনুযায়ী মামলাগুলোর তদন্ত করে আইন অমান্যকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে।

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, 'সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আন্দোলনরত শিক্ষার্থীরা কোনো ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত নয়। পুলিশের অভিযোগ সরকারের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। আমরা ভাঙচুর ও অগ্নিসংযোগকে সমর্থন করি না। ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে শিক্ষার্থীদের কোনো সম্পৃক্ততা নেই।




মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ