নতুন বছরের প্রথমদিনে যেসব এলাকায় থাকবে না ১১ ঘণ্টা গ্যাস
রাজধানীর কয়েকটি এলাকায় ২০২৫ সালের প্রথমদিনে থাকবে না ১১ ঘণ্টা গ্যাস। বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার ( ১ জানুয়ারি) সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য বুধবার (১ জানুয়ারি) গ্যাসের পাইপলাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলো হলো-পশ্চিম রাজাবাজার, ইন্দিরারোড, শুক্রবাদ।
এতে আরও উল্লেখ করা হয়, একই সময় আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। বলেও বিজ্ঞপ্তিতে ছে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আগাম দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে