নির্বাচনের আগে খুলনার ১১ থানার ওসি রদবদল
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আওতাধীন চারটি থানা এবং জেলার সাতটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের রদবদল করা হয়েছে। এর মধ্যে দুই থানার ওসিকে জেলার বাইরে বদলি করা হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের নির্দেশে সারাদেশের ওসিদের বদলির অংশ হিসেবে তাদের বদলি করা হয়। ইউএনবির খবরে বলা হয়েছে, ১১ থানার মধ্যে নয়টি থানার ওসিকে জেলা শহরের অন্যান্য থানায় বদলি করা হয়েছে।
এ ব্যাপারে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. মোজাম্মেল হক জানান, সদর থানার ওসি আড়ংঘাটা থানায়, আড়ংঘাটা থানার ওসি সোনাডাঙ্গা থানায়, সোনাডাঙ্গা থানার ওসিকে খান জাহান আলী থানায় এবং খান জাহান আলী থানার ওসিকে খুলনা সদর থানায় বদলি করা হয়েছে। দু'-একদিনের মধ্যেই তারা নতুন কর্মস্থলে যোগ দেবেন।
খুলনার পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান জানান, রূপসা, দিঘলিয়া, বটিয়াঘাটা, ডুমুরিয়া, পাইকগাছা, ফুলতলা ও দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি করা হয়েছে। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মেহেরপুর সদর থানায় এবং দাকোপ থানার ওসিকে মুজিবনগর থানায় বদলি করা হয়েছে।
এদিকে, নড়াইল সদর থানার ওসিকে ডুমুরিয়া থানায় এবং নড়াগাতি থানার ওসিকে পাইকগাছা থানায় বদলি করা হয়েছে। বাকি পাঁচজনকে জেলার মধ্যে রদবদল করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে