পাকিস্তানে জাতিগত সহিংসতায় নিহত ১১
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় দুটি গোত্রের মধ্যে সহিংসতায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮ জন। গতকাল শনিবার এ হতাহতের ঘটনা ঘটেছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, খাইবার পাখতুনখোয়ার কুররাম জেলার কুঞ্জ আলিজাই এলাকায় দুটি গোত্রের মধ্যে গোলাগুলির ঘটনায় দুজন আহত হওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর সহিংতায় জড়িয়ে পড়ে তারা।
কুররামের ডেপুটি কমিশনার (ডিসি) জাভিদুল্লাহ মেহসুদ বলেন, পাকিস্তান–আফগানিস্তান সীমান্তের কাছে কুঞ্জ আলিজাই পাহাড়ে এবং সেখানকার রাস্তায় গোলাগুলিতে ১১ জন নিহত হয়েছে। এ ছাড়া বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত অবস্থায় ৯ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাকিদের চিকিৎসা চলছে। তবে তিনজনের অবস্থা অশঙ্কাজনক।
পরিস্থিতি স্বাভাবিক করতে এবং কুররামের পুরো এলাকার আইনশৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ডিসি মেহসুদ।
এদিকে হতাহতের এ ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও গোত্রীয় পরিষদের সদস্য পীর হায়দার আলি শাহ। তিনি বলেন, ঘটনাটি দুর্ভাগ্যজনক। এর আগে ওই দুই গোত্রের মধ্যে শান্তি চুক্তির মধ্যস্থতা করার জন্য প্রবীণরা কুররামে গিয়েছিলেন। এর মধ্যে এই গোলাগুলির ঘটনা দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ব্যাহত করবে।
গত মাসে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে কয়েকদিন ধরে চলা সহিংসতায় অন্তত ৪৬ জন নিহত এবং ৯১ জন আহত হন। এর আগে জুলাই মাসের সংঘর্ষেও ৪৯ জন প্রাণ হারান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে