Views Bangladesh Logo

সিংড়ায় আগুনে পুড়ল মেয়রের গাড়িসহ ১১ যানবাহন

 VB  Desk

ভিবি ডেস্ক

নাটোরের সিংড়া উপজেলায় অগ্নিকাণ্ডে পৌরসভা মেয়রের গাড়ি, অ্যাম্বুলেন্সসহ ১১টি যানবাহন পুড়ে গেছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে পৌরসভার গ্যারেজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তারা জানান, পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌসের ব্যক্তিগত গাড়ি, দুটি কমিউনিটি অ্যাম্বুলেন্স ও আটটি ইজিবাইক পুড়ে গেছে।

ওসি বলেন, আমরা এ বিষয়টি তদন্ত করছি।

সিংড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সুমন আলী জানান, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

এ ব্যাপারে মেয়রের মন্তব্যের জন্য তার ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ