Views Bangladesh Logo

ভারত থেকে সাড়ে ১১ হাজার টন চাল আমদানি

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারত থেকে ১১ হাজার ৫০০ টন সিদ্ধ চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। সোমবার (২৪ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওপেন টেন্ডার চুক্তির (প্যাকেজ-২) আওতায় ভারত থেকে ১১ হাজার ৫০০ টন সিদ্ধ চাল বহনকারী এমবি ডিডিএস মেরিনা নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এ চুক্তির আওতায় ভারত থেকে মোট ৪ লাখ ৫০ হাজার টন চাল ৯টি প্যাকেজে আমদানির জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

খাদ্য মন্ত্রণালয় জানায়, এর মধ্যে এখন পর্যন্ত ২ লাখ ৮৫ হাজার ৭৬৯ মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাহাজে থাকা রাকগা চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং শিগগিরই চাল খালাস প্রক্রিয়া শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ