Views Bangladesh

Views Bangladesh Logo

বিপিএলের ১১তম আসর শুরু আজ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

আজ সোমবার শুরু হচ্ছে বিপিএলের ১১তম আসর। সাত দলের লড়াইয়ের প্রথম দিন গড়াবে দুটি ম্যাচ। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস।

৫০ দিন চলবে এবারের বিপিএল। ঢাকা পর্ব সেরে চলে যাবে সিলেটে। সেখানে দ্বিতীয় পর্ব বসবে ৬ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত। চা বাগানঘেরা মাঠে বসবে ১২টি ম্যাচ।

এরপর ১৬ থেকে ২৩ জানুয়ারি চট্টগ্রাম পর্বে হবে ১২টি ম্যাচ। বিপিএলের শেষ পর্ব ফিরবে মিরপুরে। ২৬ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত লিগ পর্বসহ প্লে-অফ ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

এবারের আসরে খেলছে সাতটি দল। দলগুলো হলো- ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স। পুরোনো দলের মধ্যে নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এছাড়া বদল হয়েছে ঢাকার মালিকানা। পুনরায় ফিরে এসেছে দুর্বার রাজশাহী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ