Views Bangladesh Logo

যশোরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

শোরে মোবাইল ফোন কিনে দেয়ার প্রলোভনে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। খবর পেয়ে শিশুটিকে হেফাজতে নিয়েছে পুলিশ। অভিযুক্তকে ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন।

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই এলাকায় পিয়ার আলীর ছেলে আব্দুর রহমান, পেশায় তিনি রাজমিস্ত্রি।

শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, ১১ বছরের শিশু কন্যাকে নিয়ে তার মা বসবাস করেন। তিনি ভিক্ষাবৃত্তি করেন। সে কারণে মা সারাদিন বাইরে থাকায় তাদের বাড়িতে কয়েক দিন ধরে আব্দুর রহমান অবাধে যাতায়াত করতে থাকে।

শিশুটি জানায়, একটি মোবাইল ফোন কিনে দেয়ার কথা বলে রহমান তাকে কয়েকদিন ধরে নিয়মিত ধর্ষণ করে আসছে। সর্বশেষ গত ১৫ মার্চ সন্ধ্যা সাতটার দিকে শিশুটির বাড়িতে রহমান যায় এবং বাড়ির পাশে একটি বন্ধ দোকানে নিয়ে তাকে ধর্ষণ করে।

এ ব্যাপারে শিশুটির মা জানান, তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন। তবে তিনি অভিযুক্তদের কাছ থেকে হুমকি পাচ্ছেন।

কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করেননি।’

সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুর রউফ জানান, শিশুটির পরিবারের নিরাপত্তার বিষয়ে পুলিশ সজাগ রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ