Views Bangladesh Logo

মায়ের চিকিৎসার জন্য ঢাকায় এসে নিখোঁজ ১১ বছরের সুবা

 VB  Desk

ভিবি ডেস্ক

ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকায় এসে নিখোঁজ হয়েছেন ১১ বছরের আরাবি ইসলাম সুবা। রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৬টার দিকে ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সুবা। এরপর রাস্তা পার হতে গিয়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ হয় সে।

ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী, ওইদিন মোহাম্মদপুরের টোকিও স্কয়ারের সামনে সুবাকে তার ফুফাতো ভাই ছাড়াও আরেকজনের সঙ্গে দেখা গেছে। তার সঙ্গেও সুবাকে হাঁটতে দেখা গেছে।

এদিকে শিশু সুবার নিখোঁজের ঘটনায় সোমবার সন্ধ্যায় আদাবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা ইমরান রাজিব।

জানা গেছে, সম্প্রতি জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে সুবার মায়ের কেমোথেরাপি শুরু হয়। এ জন্য নিখোঁজের ঘটনার চারদিন আগে মেয়েকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কাছে আত্মীয়ের বাসায় ওঠেন সুবার মা। এরপর রোববার সন্ধ্যা ৬টার দিকে ফুপাতো ভাইকে নিয়ে বাসা থেকে বের হয় সুবা। কৃষি মার্কেট এলাকার প্রিন্স বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় তার ভাই একটি গাড়িকে পাশ কাটিয়ে এগিয়ে যায়। এরপর সুবা আর বাসায় পৌঁছায়নি।

পারিবারিক সূত্রে আরও জানা গেছে, সুবা বরিশালের একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

এ বিষয়ে সুবার বাবা ইমরান রাজিব বলেন, স্ত্রীর ক্যানসারের চিকিৎসার জন্য দুই মাস ধরে ঢাকায় বোনের (সুবার ফুফু) বাড়িতে আছি। সুবা নিখোঁজের ঘটনায় আদাবর থানায় জিডি করেছি। পুলিশ বলেছে তারা চেষ্টা করছে।

এ ব্যাপারে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, মেয়েটিকে খুঁজে বের করার চেষ্টা করছি। আশপাশের একাধিক সড়কের সিসি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ