ইউক্রেনে রাশিয়ার হামলায় শিশুসহ নিহত ১২
যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের বেশ কয়েকটি এলাকায় হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার (২৯ জুন) বিকেলের এ ঘটনায় চার শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে জানানো হয়।
এ বিষয়ে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লিমেনকো জানিয়েছেন, জাপোরিঝিয়া শহরের মূল শহর থেকে ৩০ কিলোমিটার (১৮ মাইল) দূরে ভিলনিয়ানস্কে হামলা চালিয়েছে রুশ বাহিনী। সেখানে চার শিশুসহ ১৮ জন আহত হয়েছেন।
কর্মকর্তারা জানান, পূর্ব ইউক্রেনে চালানো হামলায় চারজন নিহত ও ২৩ জন আহত হয়েছেন। এ ছাড়াও তারা কেন্দ্রীয় শহর ডিনিপ্রোতে একটি নয় তলা আবাসিক ভবনে হামলা চালায়। সেখানে একজন নিহত এবং ১২ জন আহত হয়েছে।
গভর্নর ভাদিম ফিলাশকিন বলেন, দোনেৎস্ক অঞ্চলের নিউ-ইয়র্কের সামনের সারির গ্রামগুলোতে গোলাবর্ষণে পাঁচজন আহত হয়েছে।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় দোনেৎস্কর জনবহুল এলাকায় ১৩ বার গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী।
গভর্নর ইভান ফেদোরভ বলেন, ভিলনিয়ানস্ক শহরে রাশিয়ার গোলাবর্ষণে সাতজন নিহত হয়েছে। যার মধ্যে দুই শিশু রয়েছে। এ হামলায় ১০ জন আহত হয়েছে। এর পাশাপাশি শহরের নানান অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
রুশ হামলার পর সোশ্যাল মিডিয়ায় দেয়া এক সতর্কবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ভিলনিয়ানস্ক গ্রামে মৃতের সংখ্যা বাড়তে পারে।
তিনি বলেন, ‘জাপোরিঝিয়া অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশুসহ সাতজন নিহত হয়েছে।’
এ জন্য তার পশ্চিমা মিত্রদের কাছে দ্রুত অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। সেই সঙ্গে তিনি বলেন, ‘এই যুদ্ধে সিদ্ধান্ত নিতে বিলম্ব মানে মানুষের প্রাণহানি।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে